বাবাদের চিন্তার জায়গা

 বাবাদের চিন্তার জায়গা 

বেশ কিছুদিন পর বাবার সাথে সাক্ষাৎ। সন্তান বাবাকে জিজ্ঞাস করলো, "কেমন আছো, বাবা?"

বাবার উত্তর, "আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু সবসময় মাথায় টেনশন কাজ করে"।

সন্তানের কৌতূহল প্রসূত জানতে চাওয়া। "ইন্না-লিল্লাহ। কী হয়েছে, কীসের টেনশন?"

সরল জবাব, তার সন্তানকে নিয়ে টেনশন।

কেন? সন্তান তো ভালোই আছে। তাহলে টেনশন কেন?

কোনো ধরনের বণিতা না করে, যুক্তি না খুঁজে, বাবার সোজাসাপটা জবাব, "এর কোনো উত্তর নেই। তুমি যখন বাবা হবে শুধুমাত্র তখন বুঝতে পারবে, সন্তানকে নিয়ে বাবাদের কীসের টেনশন।"

আবেগাপ্লুত সমাপ্তি।

رَبَّنَا اغْفِرْ لِیْ وَ لِوَالِدَیَّ وَ لِلْمُؤْمِنِیْنَ یَوْمَ یَقُوْمُ الْحِسَابُ۠

"হে পরওয়াদিগার! যেদিন হিসেব নেওয়া হবে সেদিন আমাকে, আমার পিতামাতাকে এবং সমস্ত মুমিনদেরকে মাফ করে দিয়ো।”

(সূরা : ইব্রাহীম, আয়াত : ৪১)

মন্তব্য